আসাদুর রহমান,শাহজাদপুর প্রতিনিধি:
আজ শনিবার (২০ মে) সিরাজগঞ্জের শাহজাদপুরে পাড়কোলা ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার বাউন্ডারি ওয়াল নির্মাণের শুভ উদ্ভোধন করা হয়।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত মাদ্ররাসাটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছিলো কিন্তু মাদ্ররাসার গাইড ওয়াল না থাকার কারণে গরু ছাগলসহ বিভিন্ন প্রাণীর কারণে মাদরাসার পরিবেশ নষ্ট হচ্ছিল। ফলে মাদরাসার নবনির্বাচিত সভাপতি আওলাদ আকন্দ রঞ্জুর দায়িত্ব পাওয়ার পরে নানা মুখি উন্নয়নের অন্যতম কাজ আজকের মাদ্রাসার বাউন্ডারি ওয়ালের উদ্বোধন। মাদরাসার বাউন্ডারির ওয়ালের শুভ উদ্বোধন করেন শাহজাদপুরের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
এ সময় উপস্থিত ছিলেন,শাহজাদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মুস্তাফিজুর রহমান পিজুস,মাদরাসার সভাপতি আওলাদ আকন্দ রঞ্জু,মাদরাসার সুপার এস এম শরিফুল ইসলাম সহ অত্র মাদরাসার শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও কর্মচারী বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Very good article. I certainly love this website. Stick with it!