এইচএম ফারুক, তানোরঃ রাজশাহীর তানোর উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সেবার মানের ভিত্তিতে পৌরসভা ও ইউনিয়ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সেবাদানকারী স্থানীয় প্রতিষ্ঠান (পৌরসভা) হিসেবে মুন্ডুমালা পৌরসভাকে এবং শ্রেষ্ঠ সেবাদানকারী স্থানীয় প্রতিষ্ঠান ( ইউনিয়ন) পরিষদ হিসেবে উপজেলার ০৬ নং কামারগাঁ ইউনিয়ন পরিষদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার তানোর উপজেলা নির্বাহী অফিসার মো: বিল্লাল হোসেন এর সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। এছাড়া, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার সহ রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনা করেন।
শ্রেষ্ঠ সেবাদানকারী স্থানীয় প্রতিষ্ঠান (পৌরসভা) হিসেবে মুন্ডুমালা পৌরসভাকে এবং শ্রেষ্ঠ সেবাদানকারী স্থানীয় প্রতিষ্ঠান ( ইউনিয়ন) পরিষদ হিসেবে উপজেলার ০৬ নং কামারগাঁ ইউনিয়ন পরিষদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সভাপতির বক্তব্যে ইউনও মো: বিল্লাল হোসেন ইউনিয়ন পরিষদ এবং পৌরসভাগুলোকে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে জনগুরুত্বপূর্ণ উন্নয়মূলক কাজের মাধ্যমে সেবা প্রদানের জন্য অনুরোধ জানান। এছাড়াও, তিনি জন্ম-মৃত্যু নিবন্ধন এর কাজে গুরুত্ব প্রদানের আহবান জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে সাধারণ মানুষকে সচেতন করার জন্য অনুরোধ করেন। গত ১৭ সেপ্টেম্বর মেলা শুরু হয়। মেলায় উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ এবং ২টি পৌরসভার জনপ্রতিনিধিগণ ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
Leave a Reply