নিজস্ব প্রতিবেদকঃ
কাজিপুর থানা পুলিশের অভিযানে ০১ (এক) বছরের সাজা ওয়ারেন্ট ভুক্ত ০১ (এক) আসামী গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কাজিপর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত।
জানা যায়, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার, জনাব, মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সদর সার্কেল, জনাব, মোঃ রেজওয়ানুল ইসলাম এর সার্বিক নির্দেশনায় কাজিপুর থানাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম এর তত্ত্বাবধানে কাজিপুর থানা পুলিশ টিম ১৬ সেপ্টেম্বর শনিবার কাজিপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১ (এক) বছরের সাজা ওয়ারেন্ট ভূক্ত আসামী ১। মোঃ আবুল কালাম সরকার (৩৮), পিতা-মৃত মালেক উদ্দিন সরকার, সাং-স্থলবাড়ী উত্তরপাড়া, থানা-কাজিপুর, জেলা-সিরাজগঞ্জকে সাজা ওয়ারেন্ট মুলে গ্রেফতার করা হয় ।
পরবর্তীতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।