আলী আশরাফ,সিরাজগঞ্জ: বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে পড়াশোনা ও খেলাধুলা প্রতিযোগিতা বৃদ্ধি করার জন্য সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আন্ত: শ্রেণি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
(২৯ আগষ্ট ২০২৩) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে ৭ম ও ৯ম শ্রেণির মধ্যে খেলার মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া ও ১ মিনিট নিরবতা পালন করা হয়। ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এএম আছাদুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নূরে আলম আকন্দ দুলাল, শাহাদত হোসেন শাহান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম শেখ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ তালুকদার, সহকারী শিক্ষক লুৎফর রহমান, রাশেদা খাতুন, মুসলিমা খানম, হাফিজুর রহমান, আবু বক্কার সিদ্দিক, আয়শা সিদ্দিকা, শামীমা খাতুন, বিদ্যালয়ের কর্মচারী মাকসুদুর রহমান, জাহিদুল ইসলাম ও তারা বানু সহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাববকগণ খেলায় উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম ও রুবেল। আন্ত: শ্রেণী ফুটবল খেলায় মোট ৬টি দল-৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ ও ভোকেশনাল দলে বিভক্ত হয়ে ছাত্ররা অংশগ্রহণ করেন। আগামী ৫ সেপ্টেম্বর সকাল ১১টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply