আরিফুল ইসলাম সুমন,সিরাজগঞ্জঃ
“” তোমার সুরের নেশায় যখন,
ঝিমাবে আকাশ কাঁদিবে পবন,
রোদন হইয়া আসিব তখন,
তোমার বক্ষে দুলিতে,
তবু আমারে দেব না ভুলিতে ——-
সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ৪৭ তম প্রয়াণ দিবস পালন উপলক্ষে নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজনে আবৃত্তি,সংগীত ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার ( ২৭ আগস্ট ১২ ভাদ্র ১৪৩০, ২০২৩) রাত ৮ টায় সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে অবস্থিত রেঁনেসা ক্লাবের ভাষা সৈনিক মরহুম মোতাহার হোসেন তালুকদার হলরুমে নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ৪৭ তম প্রয়াণ দিবসে আবৃত্তি,সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদের সভাপতিত্বে ও নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক রায়হান কবির মিঠুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠান শুরুতে কবি কাজী নজরুল ইসলাম স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভায় বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে কবিতা ও কবির সৃষ্টিকর্ম এবং কর্মময় জীবনের উপর গুরুত্ব আরোপ করে আলোচনা করেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান, সে সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাট্য ব্যক্তিত্ব আসাদ উদ্দীন পবলু, বিশিষ্ট কবি ও চিকিৎসক ডাঃ নিত্য রঞ্জন পাল, ও ডাঃ এমএ আব্দুর রশিদ,রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুর সিরাজগঞ্জ এর সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল, নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সূর্য বারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমরান মুরাদ,নির্বাহী সদস্য প্রদ্বীপ সাহা, জাবালা মোস্তাক, প্রতিষ্ঠাতা সদস্য নূঁর-এ-আলম হীরা নাট্য ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম সোহাগসহ নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার অন্যান্য সদস্য, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#
Leave a Reply