বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস- ২০২২ উপলক্ষ্যে শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য র্যালি, আলোচনা মভা ও পুরষ্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অদ্য মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলকুচি উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষ্যে বেলকুচি উপজেলা প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ আনিসুর রহমান (Uno Belkuchi). উপজেলা নির্বাহী অফিসার বেলকুচি, সিরাজগঞ্জ, কল্যাণ প্রসাদ পাল উপজেলা কৃষি কর্মকর্তা বেলকুচি, সিরাজগঞ্জ, মোঃ তাজমিলুর রহমান অফিসার ইন-চার্জ বেলকুচি থানা বেলকুচি, সিরাজগঞ্জসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ, ১৯৭৫ সালের আগস্ট ১৫ আগস্ট ভোরে নৃশংসভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতক। খুব অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধুসহ তার পরিবারের ১৮ জনকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়। সেই বর্বরোচিত হত্যাকাণ্ডে পাষন্ড ঘাতকদের হাত থেকে রেহাই পায়নি শিশু রাসেল।
Leave a Reply