আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন তরুণ সম্প্রদায়, গ্রুপ থিয়েটারেট ৪৪ বছর পূর্তি উৎসব অনুষ্ঠান নানা আয়োজনের মাধ্যমে সমাপনী হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে গুণীজন হিসেবে সংবর্ধনা প্রদান করা হয় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন রিমিকে।
আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সলর প্রফেসর ড. মোঃ শাহ আজম। তিনি বলেন, সাংস্কৃতিক লালন কেন্দ্র ও ঐতিহ্য বাহী সিরাজগঞ্জ আজও সেটি বহমান সমৃদ্ধ সাংস্কৃতিক ধারা অব্যাহত। তরুণ সম্প্রদায় সাংস্কৃতিক চর্চা বেগবান করছেন। ৪৪ বছর পার করলো এ সংগঠনটি অগ্রসরের দিকে নাটকে বিপ্লব সূচিত হতে পারে।
পথ নাটকে তরুণ সম্প্রদায় গ্রুপ থিয়েটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে দেশে নাট্যকর্মীর সংকট রয়েছে। আদর্শ আন্দোলনের মানসেফ নেই। থিয়েটার আদর্শ থেকে বিচ্যুত আমাদের দায়বোধ থেকে দূরে থাকা যাবেনা।
বাংলাদেশে এখন বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় রাজনৈতিক চর্চার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড চলছে স্বাধীন পরিবেশে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশকে সোনার বাংলায় রুপান্তরিত করতে দেশকে উন্নতশীল করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি হলেন মানবতার মাতা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দীন চৌধুরী (পিপিএম), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল খান, পাবনা- সিরাজগঞ্জের সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের ও সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ, নাট্য চক্র (গ্রুপ থিয়েটার) সাধারণ সম্পাদক ইমরান মুরাদ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, তরুণ সম্প্রদায়, গ্রুপ থিয়েটারের প্রধান পরিচালক আসাদ উদ্দীন পবলু।
পরে অনুষ্ঠানে তরুণ সম্প্রদায়ের গ্রুপ থিয়েটার শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি করে আবৃত্তিকার তাহমিনা হোসেন কলি, শান্তা ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, তরুণ সম্প্রদায়ের গ্রুপ থিয়েটারের পরিচালক সংগঠন ফরিদুল ইসলাম সোহাগ এবং তাহমিনা হোসেন কলি।
শুক্রবার ১৪ অক্টোবর সকালে অনুষ্ঠানের প্রথম দিনের শুভ সূচনা হয় মুক্তির সোপানে পুস্পস্তবক অর্পন, জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে পরে সন্ধ্যায় ৭টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আলোচনা সভা, গুণিজন সংবর্ধনা দেয়া হয় মঞ্চ ও টিভি অভিনেতা তোফা হাসানকে।
আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য বিশিষ্ট নাট্যকার মমিন বাবু, নাট্যফেডারেশন সভাপতি হাফিজুর সামাদ প্রমুখ।
Leave a Reply