আলী আশরাফ, সিরাজগঞ্জঃ
আগামী ৭দিনের মধ্য সিরাজগঞ্জ জেলার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন হালনাগাদ না করলে বন্ধ করার ঘোষনা দিয়েছেন সিভিল সার্জন রামপদ রায়।
(২৪ সেপ্টেম্বর ২০২৩), রবিবার সিরাজগঞ্জ জেলা সদরের আভিসিনা হাসপাতাল, মঈন উদ্দিন মেমোরিয়াল হাসপাতাল সহ বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের আগামী ৭দিনের মধ্য হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন হালনাগাদ করতে বলেন। যদি ৭দিনের মধ্য নিবন্ধন হালনাগাদ না করে তবে তবে ত্রুটিপূর্ন নিবন্ধনকৃত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়ার ঘোষনা দেন। পরিদর্শনকালে বেসরকারি হাডপাতাল কর্তৃপক্ষকে উন্নতমানের সেবা প্রদান ও পরিস্কার পরিচ্ছন্নতা রাখার বিষয়ে পরামর্শ দেন সিভিল সার্জন রামপদ রায়।
পরিদর্শনকালে সিভিল কার্যালয়ের ডিসিএস ডা: আ. ফ. ম. ওবায়দুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, ডাঃ এস এম নাফিজ ইমতিয়াজ, এমও ডাঃ তাসিন মোহাম্মদ রেসাদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাক, স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল খালেক, পরিসংখ্যানবিদ মো: আব্দুর রহিম উপস্থিত ছিলেন।
Leave a Reply