সেলিম তালুকদার ,শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়ার চন্দ্রপাড়ার মোঃ হাবিবুর রহমানের পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৩৮) ৫দিন যাবৎ নিখোঁজ রয়েছে।
গত ৯ই ফেব্রুয়ারি শুক্রবার রাত থেকে তার কোন খোঁজ মিলছে না। বিভিন্ন স্থানে নয়নের কোন খোঁজ না মেলায় তার বাবা মা এখন পাগলপ্রায়।
ঢাকার উত্তর বাড্ডায় সিপিডিএল চৌধুরী প্রপার্টিজ লিমিটেড নামের একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন তিনি।
সিরাজুল ইসলামের সহকর্মীরা জানান, এখানে তার আর দুজন সহকর্মীর সাথে কথা কাটাকাটি এবং ঝগড়া হওয়ার পর আনুমানিক রাত ১২ টার দিকে তিনি চলে যান। এরপর আর বাড়ি ফিরে আসেনি তার মুঠোফোন ও বন্ধ রয়েছে ।
এ বিষয়ে নিখোঁজ সিরাজুল ইসলামের ছোট ভাই সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান গত শুক্রবার থেকে আমার ভাইয়ের কোন খোঁজ না মেলায় বিভিন্ন আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করে কোন উপায়ান্তর না পেয়ে ঢাকায় এসে তার কর্মস্থলে যোগাযোগ করি এবং ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করি।
এদিকে সরজমিনে সিরাজুল ইসলাম নয়নের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে গিয়ে দেখা যায় তার বাবা মা তার স্ত্রী সন্তান সবাই তার জন্য কান্নাকাটি করছেন এবং সাংবাদিকদের দেখতে পেয়ে তাদের একটিই আবদার আমাদের নয়নকে ফিরিয়ে দাও।
কেউ যদি সিরাজুল ইসলাম নয়নের পেয়ে থাকেন তাহলে তার ছোটভাই সাইফুল ইসলামের মোবাইল নাম্বারে ০১৭৩২ ৪৮৬৯১৯ যোগাযোগ করার অনুরোধ করেছে তার পরিবারের।
Leave a Reply