সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নৃশংস গ্রেনেড হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলা আওয়মীলীগের দলীয় দলীয় কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি হোসনেয়ারা পারভীন লাভলীর সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. হোসেন মনসুর।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিগ্রেঃ জেনারেল নজরুল হাসান মানিক (অবসরপ্রাপ্ত)।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, তাড়াশ পৌর মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মর্জিনা ইসলাম, শাহিনুর আলম লাবু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।।
Leave a Reply