ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ.
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিরাজগঞ্জ-২ সদর ও কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর জামিন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে সদর থানা পুলিশ জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে বাদী পক্ষের আইনজীবীগণ ১০ দিনের রিমান্ড আবেদন করে। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মোঃ রফিক সরকার আইনজীবী বিষয়ক সম্পাদক সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি সহ ২০/২৫ জন এবং আসামি পক্ষের আইনজীবী মোঃ আতাউর রহমান, মোঃ শহিদুল ইসলাম হিরা, মোঃ লতিফ সরকার উভয় পক্ষের দীর্ঘ প্রায় ৩০ মিনিট শুনানি শেষে বিকাল ৪ টার দিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলি আদালত)-এর বিচারক মো. রাসেল মাহমুদ তাদের দুজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তথ্যটি নিশ্চিত করেন, বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান.
এর আগে কোর্ট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা কোট চত্বরে উপস্থিত থেকে সাবেক এমপি এবং স্বামী শামিম তালুকদার লাবুর ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে।
Leave a Reply