এনামুল হক,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ওসমান সরকার ইন্তেকাল ফরমাইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজা নামাজ আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ২.৩০ মিনিটের সময় সিরাজগঞ্জ রোড চড়িয়াশিকার চৌরাস্তা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মরহুম মাহবুবুল আলম ওসমান সরকারের জানাজা নামাজে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, খ.ম রকিবুল হাসান রতন,উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ, সলংগা থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরকার,সাধারন সম্পাদক আব্দুল আলীম সরকার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, সাধারন সম্পাদক ভিপি আয়নুল হক, তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল,সলংগা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম,সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সেলিম,সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার,আব্দুল মজিদ,জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক আব্দুল ওয়াহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবীব উজ্জ্বল, জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক আবু হাসিম তালুকদার, সদর উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক তৌহিদ আলমসহ জেলা বিএনপি ও সলংগা, উল্লাপাড়া উপজেলা, রায়গঞ্জ উপজেলা, তাড়াশ উপজেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীসহ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, মরহুমের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
Leave a Reply