আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়া গ্রামে ডোবার পানিতে ডুবে ২ মাদ্রাসা শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরের দিকে ডোবার পানিতে ডুবে মৃত্যু হওয়া ২ শিশু হলো আলোদিয়া গ্রামের আবু শামীমের ছেলে সিয়াম (৭) ও আবুল হাসেমের ছেলে আবু হুরায়রা(৮)। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই। এরা গ্রামের একটি হাফেজিয়া মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র।
এ দুর্ঘটনায় এলাকাবাসী জানান যে, আজ বৃহস্পতিবার দুপুরে আবু শামীমের স্ত্রী নাসিমা খাতুন গরুকে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যায়। তার পিছনে পিছনে যায় ওই দুই শিশু। এরপর গরুটিকে খুটিতে বেঁধে ফেরার সময় হঠাৎ গরু ছুটে পালায়। ২ শিশু কে বাড়ি পাঠিয়ে দিয়ে তিনি গরু খুুুঁজতে চলে যান। এদিকে অজান্তে ২ শিশু বাড়ি ফেরার সময় পথের পাশের ডোবায় নামলে গভীর পানিতে পড়ে ডুবে যায়।
এদিকে নাসিমা খাতুন বাড়ি ফিরে শিশু সিয়াম ও হুরায়রা দেখতে না পেয়ে খোঁজা খুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলে না। পরে এ দিন সন্ধ্যা ৬ টার দিকে শিশু ২ জনের মরদেহ ডোবার পানিতে ভেসে উঠলে পথচারীরা দেখতে পেয়ে তাদের পরিবারের লোকজনকে খবর দেয়। তারা ছুটে গিয়ে দেখে ডোবার পানিতে ২ শিশুর মরদেহ ভাসসে মরদেহ ২ টি উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply