নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের সয়দাবাদে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ বোতল ফেন্সিডিলসহ মো: শাহীন হোসেন (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত শাহীন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসারটিয়া গ্রামের সোহরাব আলীর ছেলে।
শনিবার (১১ মার্চ) সকালে সদর থানার (ওসি) অপারেশন সুমন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম ও এএসআই মহুবার এর নেতৃত্বে পুলিশ সদস্যরা সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসারটিয়া গ্রামের মাদক ব্যবসায়ী শাহীনের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে। এ সময় তার নিকট থেকে একটি মোবাইল জব্দ করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী শাহীন হোসেনের বিরুদ্ধে সদর থানার একাধিক মাদক মামলা রয়েছে। তিনি আরো বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply