নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৪ মার্চ দুপুর) থেকে বিকাল পর্যন্ত কালিয়াহরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন ও স্বাস্থ্যসেবা বিভাগ সিরাজগঞ্জ এর পক্ষ থেকে প্রায় ৪০০ রোগীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে।
বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন অসহায়, গরিব মানুষের জন্য চিকিৎসা সেবা দিতে কাজ করে যাচ্ছে।
আমি গ্রামের প্রতিটি মানুষের কাছে এই সেবা পৌঁছে দিতে চাই। বিশেষ করে গ্রামের মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পায় না এজন্য আপনাদের জন্য জননেত্রী শেখ হাসিনা প্রতিটি ইউনিয়নে ৫/৬ টি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে। স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছে অসহায় মানুষের পাশে দাড়াতে। এই স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন প্রতিটি মানুষের মধ্যে চিকিৎসা সেবা পৌঁছে দিবে এবং সম্প্রীতির মেলবন্ধন তৈরিতে ভূমিকা রাখবে বলে সকলের প্রত্যাশা।
কমিউনিটি ক্লিনিক,পরিবার পরিকল্পনা , ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন ,বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স, সন্ধানী, শহীদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজ এর ইন্টার্ন চিকিৎসক পরিষদ, নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ, মেডিসিন ক্লাব ও উৎসর্গ এর সহযোগিতায় কামারখন্দ ও সদরের প্রতিটি ওয়ার্ডে নিয়মিতভাবে এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
স্বাস্থ্যসেবা ক্যাম্পে ডাইবেটিক টেস্ট, ব্লাড গ্রুপিং ও করোনার ভ্যাক্সিনেশনসহ অনন্য স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
এসময় কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক টি এম মাঈন জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা ,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত ক্যাম্পে উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য সেবা দেন শহীদ মুনসুর আলী মেডিক্যাল কলেজ এর সহকারী অধ্যাপক ডা: মোঃ আব্দুল্লাহ হিল কাফি, ইন্টার্ন চিকিৎসক বৃন্দ সহ স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply