আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক ডা. রোবেদ আমিনের পদত্যাগ দাবি করেছেন, সিরাজগঞ্জের চিকিৎসকরা। এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে একই সঙ্গে স্বৈরাচারের অন্যান্য দোসরদের পদত্যাগেরও দাবি জানানো হয়।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে বৈষম্য বিরোধী চিকিৎসক, কর্মকর্তা -কর্মচারীবৃন্দ, সিরাজগঞ্জের ব্যানারে এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডা. মোঃ আবদুল লতিফ এর সভাপতিত্বে এবং ডা. মোঃ আব্দুস সামাদ আজাদ খোকন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্যে রাখেন, ডা. এরফান আহমেদ সোহেল, ডা. কামরুল হাসান পারভেজ, ডা. মোঃ মোক্তাদির হোসেন মৃধা, ডা. এ জেড এম জুনায়েদ ইসলাম তৌহিদ, ডা. শিমুল তালুকদার, ডা. আমিরুল ইসলাম প্রমুখ। এসময়ে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা উক্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করে।
Aদেশের স্বাস্থ্যবিভাগকে দুর্নীতিমুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরকে যারা ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে লুটপাট করেছে অবিলম্বে তাদের দুর্নীতির বিচার করতে হবে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহা পরিচালক ডা. রোবেদ আমিনসহ স্বৈরাচারের অন্যান্য দোসরা বৈষম্য বিরোধী চিকিৎসক- কর্মচারী আন্দোলনে ‘স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নিয়ে করা তথাকথিত শান্তি সমাবেশ, এমন কি শেখ হাসিনার পতনের একদিন আগেও মিছিল ও সমাবেশ করেছে তারা। তাই তাদের পদত্যাগের দাবি জানান। গত রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ডা.রোবেদ আমিন। ‘স্বৈরাচার শেখ হাসিনার পক্ষের শক্তি’ উল্লেখ করে তাকে প্রত্যাখানের দেন বক্তারা। একই সাথে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমদুল কবির, অধ্যাপক ডা. বায়োজিদ খুরশিদ রিয়াজ,স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক অধ্যাপক ডা. টিটু মিয়া এবং নিপসম পরিচালক সামিউল ইসলাম সাদীসহ স্বৈরাচারের অনুসারী সকল কর্মকর্তার পদত্যাগ চেয়েছেন।
Leave a Reply