সবুজ এইচ সরকার,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-২ ( সদর ও কামারখন্দ) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নারী উদ্যোক্তা ও নবনির্বাচিত এমপি ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
গত রবিবার (৭ জানুয়ারী) সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে ড. জান্নাত আরা তালুকদার হেনরী ১ লাখ ৮৪ হাজার, ৮৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম ঝন্টু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৮০ ভোট। এছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃনমূল বিএনপির মনোনীত সোনালী আশ প্রতীকের প্রার্থী মো: সোহেল রানা ও জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মো: আব্দুর রুবেল সরকার।
তিনি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে সফলভাবে দায়িত্ব পাল করেন। এরপর সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। এছাড়াও নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে বিএনপি মনোনীত প্রার্থী রুমানা মাহমুদের কাছে ২১২১ ভোটে হেরে যান।
ড. জান্নাত আরা তালুকদার হেনরী বলেন,
বঙ্গবন্ধুর হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করি ও আমাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য অশেষ অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই নির্বাচন কমিশন,স্থানীয় প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট সবাই কে। এই বিজয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যহত রাখবো।
Leave a Reply