আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে ড. জান্নাত আরা হেনরী দলীয় মনোনয়ন নৌকা প্রতিক পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত এই প্রার্থী সিরাজগঞ্জ -২ আসনে জন্য নৌকা মার্কায় পান।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে – জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর কাছ থেকে ড. জান্নাত আরা হেনরী প্রতীকের কাগজ গ্রহন করেন।
এ সময় জেলা নির্বাচন অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ ২৯জন প্রার্থীই উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জে ২৯জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি, জাসদ, সুপ্রিমপার্টি, তৃনমূল বিএনপি, বিএনএম ও বাংলাদেশ ওয়াকার্স পার্টি ৮টি দল ও তিনজন স্বতন্ত্র প্রার্থীসহ ২৯জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা ৭ জানুয়ারী অবাধ ও সুষ্ঠ নির্বাচন হলে জয়লাভ করবেন বলে আশা প্রকাশ করেন।
ড. জান্নাত আরা হেনরী বলেন- মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন। এটা আমার জীবনের বড় সফলতা। নির্বাচনে জয়ী হয়ে সিরাজগঞ্জ- ২ (সদর-কামারখন্দ) আসনের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করব। জনগণের সুখ-দুঃখে পাশে আছি। সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার জন্য আরো কাজ করবো ইনশাআল্লাহ।
Leave a Reply