আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ বাংলাদেশ
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি পদে পুনরায় ডাঃ ওয়ালিউল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক পদে নতুন মুখ ডাঃ মোঃ আল আমিন হোসেন (আশিক) নির্বাচিত হন।
গত১২জুন২০২৪ খ্রীঃ বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ মোঃ জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব ডাঃ মোঃ কামরুল হাসান মিলনের এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের এই নাম ঘোষণা করা হয়।
এর আগে গত ১৮মে-২০২৪ খ্রীঃ বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজের হল রুমে ৪টি ইউনিট সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, জয়পুরহাট এর সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে তাদের নাম উঠে আসে।
নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক কে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।
বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখার এর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী এবং সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামীম তালুকদার লাবু সহ বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা ।
Leave a Reply