আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নান্নু খান এবং সাব-ইন্সপেক্টর জনাব মোঃ রেজাউল ইসলাম শাহ এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ মে-২০২৩) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর থানায় অতিরিক্ত পুলিশ সুপার ( সিরাজগঞ্জ সার্কেল) মোঃ রেজোয়ানুল ইসলাম সভাপতিত্বে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ পরিদর্শক (অপারেশন) , ইনচার্জ ১ নং এবং ২নং পুলিশ ফাড়ি সহ অত্র থানার সকল সাব ইন্সপেক্টর, সহকারী সাব- ইন্সপেক্টর এবং কনস্টেবল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কর্মকর্তাগণ বিদায়ী সহকর্মীদের বিভিন্ন কর্মদক্ষতার নিদর্শন তুলে ধরেন এবং একসাথে কাজ করার বর্ণিল স্মৃতিচারণ করেন। বিদায়ী সহকর্মীদের স্মৃতি রোমন্থনে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হন।
উক্ত সময়ে অতিরিক্ত পুলিশ সুপার এবং অফিসার ইনচার্জ সিরাজগঞ্জ সদর থানার পক্ষ থেকে বিদায়ী সহকর্মীদের সম্মাননা স্মারক উপহার দেন। অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়সহ অনুষ্ঠানে উপস্থিত সকলেই বিদায়ী সহকর্মীদের জন্য দোয়া ও ভবিষ্যতের জন্য নিরঙ্কুশ শুভকামনা জ্ঞাপন করেন।
Leave a Reply