এম দুলাল উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ: পুলিশের দায়ের করা সংঘর্ষের মামলায় সিরাজগঞ্জে সদর উপজেলা বিএনপির সভাপতি রফিক সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা আমলি আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ রায় ঘোষণা করেন বিচারক কে. এম শাহরিয়ার শহীদ বাপ্পি। এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর আমলি আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) স্বপন। তিনি বলেন, ‘২০২২ সালের ২ সেপ্টেম্বর পুলিশের দায়ের করা একটি সংঘর্ষের মামলায় রফিক সরকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে বিচারক তার জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
বিএনপির নেতার আইনজীবী ইন্দ্রজিত সাহা জানান, ২০২২ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ঘিরে সংঘর্ষের ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করে। এই মামলার এজাহারে বিএনপি নেতা রফিক সরকারের নাম ছিল না। কিন্তু চার্জশিটে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। ফলে তিনি আজ (বুধবার) আইনের প্রতি শ্রদ্ধা রেখে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।
এ দিকে বিএনপির নেতার মুক্তি দাবি করেছেন, সভাপতি রেমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
Leave a Reply