আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০২২-২০২৩ অর্থবছরে “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী তালিকাভুক্ত ২৩০০ জন পাটচাষীদের মাঝে জন কৃষক প্রতি ৫ কেজি ইউরিয়া,২ কেজি টিএসপি ও ২.৫ কেজি এমওপি সার ( রাসায়নিক সার) বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের সভাকক্ষে উক্ত বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনক ও সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনোয়ার সাদাত, পাট অধিদপ্তর সিরাজগঞ্জের জেলা পাট কর্মকর্তা মোঃ নাজমুল হক,কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ও সঞ্চালনা করেন, পাট অধিদপ্তর ব্স্ত্র ও পাট মন্ত্রণালয় সিরাজগঞ্জ সদরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম লুলু।
এসময়ে সুবিধা ভোগী পাটচাষীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply