নিজস্ব প্রতিবেদকঃ
“জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ কর্তৃক সিরাজগঞ্জ সদর থানার ইছামতি গ্রামের হত্যা মামলার ০১ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২২ অক্টোবর ২০২৩ খ্রিঃ) জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ১৯/১০/২০২৩ খ্রিঃ রাত্রী ২২.০০ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন বাগবাটি ইউনিয়নের ইছামতি গ্রামের ভদ্রবাড়ীর পশ্চিমে আসাদ সেখ এর ধানক্ষেতের সামনে পাকা রাস্তার উপর এজাহার নামীয় আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে ১। মোঃ আল আমিন খান(৪৪), পিতা-মোঃ ফরহাদ আলী খান ২। মোঃ আলামিন(৩৬), পিতা-মোঃ ঠান্ডু, উভয় সাং-ইছামতি, থানা ও জেলা-সিরাজগঞ্জদ্বয়কে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখমপ্রাপ্ত করে হত্যা করে মর্মে ভিকটিম মোঃ আল আমিন খান(৪৪) এর বড়ভাই মোঃ হাবিবুর রহমান(৫১), পিতা-মোঃ ফরহাদ আলী খান, সাং-ইছামতি, থানা ও জেলা-সিরাজগঞ্জ বাদী হয়ে সিরাজগঞ্জ থানায় এজাহার দায়ের করলে সিরাজগঞ্জ থানার মামলা নং-৬৭/৭৫৩, তারিখ- ২১/১০/২০২৩ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড, রুজু হয়।
এরই প্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এর তথ্য ও দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নের্তৃত্বে ডিবির একটি চৌকস টিম ছায়া তদন্ত শুরু করে উপরোক্ত ঘটনার সহিত জড়িত আসামীদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করে মামলার ০১নং আসামী মোঃ মেরাজুল ইসলাম শেখ(২৬), পিতা-মোঃ হায়দার আলী শেখ, মাতা-মোছাঃ শেফালী বেগম, সাং-ইছামতি মধ্যপাড়া, থানা ও জেলা-সিরাজগঞ্জকে ঢাকা হতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর পিসি/পিআরঃ ধৃত আসামী মোঃ মেরাজুল ইসলাম(২৬) এর বিরুদ্ধে ০৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ০৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত ০৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন
Leave a Reply