আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের চরাঞ্চল বর্ণি আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় ২৬ টি ব্যারাকে ১৩০ টি পরিবারের জন্য ঘর নির্মাণ ও অন্যান্য কাজ সম্পন্ন করা হয়েছে। হয়তো শীঘ্রই ১৩০ টি পরিবার আলোর মুখ দেখতে যাচ্ছে ।
গত সোমবার ১০ অক্টোবর – ২০২২ ইং তারিখে উক্ত ঘর নির্মাণ ও অন্যান্য কাজ সম্পন্ন হওয়ায় পরিদর্শন করেন, বাংলাদেশ সেনাবাহিনী বগুড়ার জিওসির পক্ষে প্রতিনিধি হিসেবে ক্যাপ্টেন সাদমান রাফিদ।
এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারি ভূমি কমিশনার এস,এম রকিবুল হাসান, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাত আলী মুন্সী, কাওয়াকোলা ইউপির সুযোগ্য চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সী উপস্থিত ছিলেন ।
আরো উপস্থিত ছিলেন, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ ছানোয়ার হোসেন মন্ডল , আব্দুর রাজ্জাক ভূঁইয়া সহ অন্যান্য ইউপি সদস্য, চরের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের অনেকে এবং ঘরে বসবাস করবেন সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply