নজরুল ইসলাম,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ
শাখায় ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এই কমিটিতে নাজমুস সাকিব উচ্ছ্বাসকে সভাপতি ও রাসেল মোহাম্মদ ফয়সালকে সাধারণ সম্পাদক করে আগামী
০১ (এক) বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, মেডিকেল কলেজ শাখায় এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এছাড়া সহ সভাপতি মোঃ সাব্বির হোসেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ অলিউল্লাহ হৃদয়কে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
এদিকে, অনুমোদিত মেডিকেল কলেজ শাখায় প্রথম এই নতুন কমিটি হওয়ায় ছাত্রলীগের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ) আসনের অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।
নব কমিটির সভাপতি নাজমুস সাকিব উচ্ছ্বাস ও সাধারণ সম্পাদক রাসেল মোহাম্মদ ফয়সাল বলেন,
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ
শুরুর দীর্ঘদিন পর এই প্রথম ছাত্রলীগের নতুন কমিটি হলো। এজন্য আমরা আনন্দিত। কমিটির সবাইকে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন।
আশা করি আমরা এই নতুন কমিটির মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা বাড়াতে পারবো এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় সকল অপশক্তিকে দূর করা হবে। বাংলাদেশ ছাত্রলীগ মেডিকেল কলেজ শাখায় ছাত্রলীগের সকল নেতাকর্মীকে সুসংগঠিত করে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করা হবে।
Leave a Reply