আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর অংশে অভিযান পরিচালনা করে অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১১জুলাই) সকাল পৌনে ১০টা হতে বিকেল ৪ টা পর্যন্ত যমুনা নদীর সদর অংশে অভিযান পরিচালনা করেন এবং সাড়াশি অভিযানের নেতৃত্ব দেন, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। উক্ত অভিযানে সিরাজগঞ্জ সদরের ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বি, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ জহুরুল ইসলাম এবং সিরাজগঞ্জ নৌ-পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন ।
Leave a Reply