আলী আশরাফ, সিরাজগঞ্জঃ
“নতুন বই সবাই নেব-লেখাপড়ায় মন নেব” শ্লোগানে উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে বই উৎসব পালন করা হয়েছে। সোমবার সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বই বিতরন উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আব্দুস সাত্তার।
বই বিতরন কালে উপস্থিত উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বৃন্দ সহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাববকগণ। আনন্দঘন পরিবেশে সকল ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনির সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়।
জেলা শিক্ষা অফিসার কাজী সলিমুল্লাহ জানান, জেলায় মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার ৩ লাখ ৮৬ হাজার ১শ’ ৬৬ জন শিক্ষার্থীর হাতে ১৯ লাখ ৬৯ হাজার ৪শ’১৮ টি নতুন পাঠ্য বই তুলে দেয়া হয়েছে। এয়াড়া প্রাথমিক পর্যায়ে ৪ লাখ ১৯ হাজার ১শ’ ৫৪ জন শিক্ষার্থীর হাতে সকল পাঠ্য বই তুলে দেয়া হয়েছে।
Leave a Reply