সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ পৌর ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের নৌকা মার্কার নির্বাচনী জনসভায় জনস্রোতে জনসমুদ্রে পরিণত হয়েছে। নির্বাচনী জনসভায় হাজার হাজার জনসাধারন উপস্থিত হয়েছে।
নির্বাচনী জনসভায় সিরাজগঞ্জ ২ (সদর-কামারখন্দ) বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. জান্নাত আরা হেনরী তালুকদার বলেন, সিরাজগঞ্জের সার্বিক উন্নয়নে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকায় ভোট দিন। নৌকা ভোট দেওয়া মানে দেশের উন্নয়ন। ইনশাল্লাহ আগামী ৭ জানুয়ারীতে সকাল সকাল কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন। নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহুর্তে সিরাজগঞ্জ পৌর ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের নৌকার জনসভায় মিছিল নিয়ে সর্বস্তরের জনগন উপস্থিত হয়।
বুধবার (২০ডিসেম্বর ২০২৩) সিরাজগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুস সাত্তার এর সভাপতিত্ব নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৩ সিরাজগঞ্জ ২ (সদর-কামারখন্দ) বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. জান্নাত আরা হেনরী তালুকদার।
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রহমান, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক সেলিম আহম্মেদ, মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েল,আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এইচ ফিরোজী, কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম, সিরাজগঞ্জ যুব মহিলা লীগের সভাপতি রুমানা রেশমা, সাধারন সম্পাদক আফরিন মায়া, সাবেক কাউন্সিলর বেলাল হোসেন হীরা।
সিরাজগঞ্জ পৌর ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীমুর রহমান শামী এর সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সদস্য আজিজল হক মন্ডল, সিরাজগঞ্জ পৌর ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আনিছুর রহমান, টিএম জিন্নাহ, জহুরুল ইসলাম, আব্দুল আজিজ, সফর আলী, গোলজার হোসেন, সাগর চৌধুরী পল্টু, আব্দুস সাত্তার, সাইদুল ইসলাম, আনোয়ারুল হক নূরী, আব্দুস সামাদ প্রমুখ।
Leave a Reply