নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোরচক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরির মালামাল ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ শুক্রবার (৫ এপ্রিল) সিরাজগঞ্জ পৌর এলাকার আল হামরা আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানায় সংবাদ সম্মেলনে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজওয়ানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে রেজওয়ানুর রহমান জানান, একটি সংঘবদ্ধ চোরচক্র সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বাসা-বাড়িতে চুরি করে আসছিল। তারা জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্য কর্মকর্তাসহ বিভিন্ন কার্যালয়ে চুরি করে।
তাছাড়া আসন্ন ঈদ উল ফিতরে ছুটির সময়ে বিভিন্ন বাসা-বাড়িতে চুরির পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করছিল। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌর এলাকার আল হামরা আবাসিক হোটেল থেকে চোরচক্রের চার সদস্যকে আটক করা হয়। আটকদের কাছ থেকে চুরির মালামাল ও চুরির কাজে ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
Leave a Reply