আলী আশরাফ,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের পুর্নবাসন এলাকার ওয়াবদা বাঁধের দক্ষিণ পার্শ্ববর্তী এলাকায়
সামাজিক বিচারের পরেও মুরুব্বিদের মদদে বিয়ের দাবীতে এইচএসসি ছাত্রের বাড়িতে ৩ দিন ধরে অনশন করছে এক নারী শ্রমিক (২৫)। অনশনকারীকে বাড়ি থেকে কেউ বের বা প্রশ্ন করলে ফাঁসি নিয়ে আত্মহত্যা করবেন বলে ভয়ভীতি প্রর্দশন করছে। এমন কর্মকান্ডের খবরে তাকে দেখতে শতশত নারী পুরুষ ভীড় জমাচ্ছে।
জানা যায়, সিরাজগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের পুর্নবাসন এলাকার ওয়াবদা বাঁধের দক্ষিণ পাশ্বে আব্দুল আলীমের ছেলে নয়ন (১৬) সাথে একই এলাকার এক নারী শ্রমিক (২৫) সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই সূত্র ধরে বিয়ের দাবীতে গত বুধবার ইফতারের পূর্ব মুহূর্তে ঐ নারী আব্দুল আলীমের বাড়িতে এসে অনশন শুরু করে।
বৃহস্পতিবার স্থানীয় কাউন্সিলর তাজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা আজগর সহ স্থানীয় মুরুব্বিরা সামাজিকভাবে বিচার শালিস করেন। সামাজিক বিচার শালিসে নয়নের সাথে নারী শ্রমিকের সাথে প্রেম সম্পর্কিত কোন তথ্যপ্রমান উপস্থাপন করতে পারেনি মেয়ে পক্ষ। ফলে সামাজিক বিচারে কোন রায় প্রকাশ করা হয় না। কিন্তু বৃহস্পতিবারই সামাজিক বিচারের কিছু মুরুব্বিদের মদদে আবার পুনরায় অনশন শুরু করে ঐ নারী শ্রমিক।
এবিষয়ে কাউন্সিলর তাজ উদ্দিন বলেন, ধর্ষণ জনিত কোন বিচার কাউন্সিলর করতে পারে না। এই বিচার আদালত করবে। তাই আমি বিচারের রায় দেয়নি। তবে ঐ নারী শ্রমিক এখনো অনশন করছে। কেউ ঐ নারীকে প্রশ্ন বা বাড়ি থেকে বের করে দিতে চাইলে ঐ নারী ফাঁসিতে ঝুলবে মর্মে বলে ওড়না নিয়ে ছেলের ঘরে থাকছে।
Leave a Reply