আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ পৌরসভার পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৪ খ্রীঃ সভাপতি পদে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সভাপতি পদে মোঃ আব্দুল হান্নান খান তার নির্বাচনী প্রতিক দোয়াত কলমে ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুল লতিফ দুলাল তার নির্বাচনী আনারস প্রতিকে ২৪ ভোট পান এবং একটি ভোট বাতিল করা হয়। মোট ভোটারের সংখ্যা ছিল ৬১ জন।
শনিবার (১৮ মে-২০২৪) সকাল ৮ টা হতে বিকেল ৩ পর্যন্ত সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের পর ভোটগণনা শেষে এ নির্বাচনের ফলাফল প্রকাশ করেন, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এস.এম. শাহ আলম সাথে ছিলেন উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) -সদস্য মোঃ আশরাফুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর -সদস্য কাওসার আখতার দেওয়ান।
এ নির্বাচনকালে নির্বাচনের উপদেষ্টা ও পর্যবেক্ষক মন্ডলী প্রধান উপদেষ্টা ও পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, প্যানেল মেয়র-১ মোঃ নূরুল হক, প্যানেল মেয়র-২ রিয়াদ রহমান, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মামুনুর রশিদ মামুন, পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, নির্বাহী প্রকৌশলী আবুহেনা মোস্তফা কামাল, মেডিকেল অফিসার ডাঃ ফরহাদ হোসাইন প্রমুখ।
আগত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোছাঃ মাকসুদা বেগম, প্রধান সহকারী মোঃ আজাদ রহমান।
জানা যায় যে, পৌরকর্মচারী ইউনিয়নের ৮ সদস্য বিশিষ্ট কমিটির শুধুমাত্র সভাপতি পদে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন। বাকি ৭ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সহ-সভাপতি পদে মোঃ রাশেদুল হাসান, সাধারণ সম্পাদক পদে মোঃ আল আমিন সেখ, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আতিকুল ইসলাম খান সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক পদে কে.এম. নূরুল হক, প্রচার সম্পাদক পদে মোঃ আব্দুস ছালাম এবং ূদপ্তর সম্পাদক পদে মোঃ শাহাদাৎ হোসেন।
Leave a Reply