বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২।
রোববার ১২ নভেম্বর ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২ অভিযান চালিয়ে তাকে বাড়ী থেকে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সাইফুল ইসলাম পৌর এলাকার ধানবান্ধী মহল্লার আলতাফ হোসেনের ছেলে। জানা যায়, এনআই এ্যাক্ট ১৩৮ ধারায় সিআর ২২৩/২০ (শাহ) মামলায় গত ২০২২ সালের ১৯জুলাই থেকে সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন সাইফুল পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ওয়ারেন্ট, সাজাসহ আরো ও ১টি মামলা রয়েছে। অপরটি সদর থানার এফআইআর নং-১৩, ১২ ফেব্রুয়ারী ২০১০ এ পেনার কোড-১৮৬০ এর ১৪৭/১৪৮/৩২৪/৩২৬/৩৬৪/৩০৭/৩৭৯/১১৪/৩৪ ধারায় এজাহারে অভিযুক্ত। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামী সাইফুল ইসলামের বিরুদ্ধে মামলার ওয়ারেন্ট ছিল। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। আজ সকালে পলাতক আসামী সাইফুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমনের মোবাইলে যোগাযোগ হলে তিনি বলেন শুনেছি তবে চেক মামলায় আটক হয়েছে। এটি তার ব্যক্তিগত বিষয়। সংগঠনের পরিপন্থী কোন বিষয় হলে আমরা সেটি ব্যবস্থা নিব।
Leave a Reply