আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রুমানা রেশমাকে সভাপতি ও পদে আফরিন মায়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া ও সহ-সভাপতি পদে আফরোজা পারভীন রিনা, যুগ্ন-সম্পাদক সূচনা চৌধুরী।
সোমবার ( ১০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ শহরের শহীদ এম,, মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি। সম্মেলনে সভাপতিত্ব করেন, যুব মহিলা লীগ সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক রুমানা রেশমা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন রিমি।
এছাড়াও অন্যান্যে মধ্যে বক্তাদেন যুব মহিলা লীগ কেন্দ্রীয় সদস্য কামরুন নাহার, লাবনী চৌধুরী, ফাতেমা ফেরদৌস, সুলতানা রাজিয়া শিলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কে,এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, সিরাজগঞ্জ -২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না,এমপি, প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি জাকিয়া পারভীন খানম মনি প্রমুখ।
সন্মানিত অতিথি হিসে উপস্থিতি ছিলেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি জাকিয়া পারভীন মনি এমপি, সহ-সভাপতি আশ্রাফুন নেছা পারুল, যুগ্ন-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহনাজ পারভীন ডলি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ যুবমহিলা লীগ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক জান্নাতুল ফেরদৌস ইশিতা ও কামারখন্দ উপজেলাযুব মহিলালীগের সভাপতি আরজিনা খাতুন।
এসময় সম্মেলনে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply