স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতা ও সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকারকে আটক করা হয়েছে। জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকারকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১১ আগস্ট) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।
সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘ঢাকার মিরপুরে বিএনপি নেতা আব্দুল আলিমের ব্যবসায়িক অফিস আছে। সেখান থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পল্লবী থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ষড়যন্ত্রমূলকভাবে বিএনপিনেতা আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা বিএনপি তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছে।
এদিকে বিএনপিনেতার মুক্তি দাবি করেছেন জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান রানা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিলন ইসলাম খান, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্না, জেলা বিএনপির সদস্য আসলাম উদ্দিন প্রমূখ।
Leave a Reply