ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানকে জেলা স্কাউটসের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ফুলেল শুভেচছা প্রদান করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের এ কে শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিরাজগঞ্জ ও সহ-সভাপতি বাংলাদেশ স্কাউটস, গনপতিরায় । অনুষ্ঠান শুরুতে বিদায়ী জেলা প্রশাসকের শিক্ষা ও কর্ম জীবনের উপর সূচনা বক্তব্য রাখেন জেলা স্কাউট সম্পাদক সরকার ছানোয়ার হোসেন (এলটি)।
এর আগে বিদায়ী জেলা প্রশাসক মহোদয়কে জেলা স্কাউটসের পক্ষ হতে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট উপহার দেয়া হয়।
জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান – তিনি তার বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের অফুরন্ত ভালোবাসা, সন্মান, শ্রদ্ধা ও সকল কাজে সহযোগিতা পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম নিয়ে সরকারের অর্পিত দায়িত্ব-কর্তব্য সততা, নিষ্ঠা, নিরপেক্ষতার সহিত পালনে সচেষ্ট ছিলাম। জেলা প্রশাসনের বিভিন্ন প্রোগ্রামে স্কাউটের ছিল শতভাগ উপস্থিতি এছাড়াও জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সকল সদস্যরা আমাকে সকলভাবে কাজে সহযোগিতা করেছে এর জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এসময়ে উপস্থিত থেকে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আফসার আলী, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ-পাবনা সহকারী পরিচালক মোহাম্মদ আবু সাঈদ, জেলা স্কাউটসের যুগ্ম-সম্পাদক শাহিদুর রহমান, (এলটি) কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ, সহকারী কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) মোঃ লোকমান হোসেন, সহকারী কমিশনার সংগঠন (স্ট্রাটেজিক প্লানিং ও গ্রোথ ও বিধি) মোঃ খালেকুজ্জামান খানসহ প্রমুখ।
Leave a Reply