আলী আশরাফ :
সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্র“প এর দ্বি বার্ষিক নির্বাচন-২০২৪ এর ১৩টি পদে ২৮টি ফরম বিক্রি হয়েছে। হাজী আব্দুস সাত্তার-গোলাম রব্বানী ডাবলু পরিষদের ১৩জন প্রার্থী ফরম ক্রয় করেছেন।
আজ (১১ মে ২০২৪ইং), শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৩টি পদে বিপরীতে ২৮টি ফরম বিক্রয় হয়। এর মধ্যে হাজী আব্দুস সাত্তার-গোলাম রব্বানী ডাবলু পরিষদের ১৩টি মনোনয়ন ফরম ও বিনয় পোদ্দার-রাকিব হাসান পরিষদের ১৩টি ফরম ও প্যানেলের বাইরে সভাপতি পদে ১ জন ও সহ সভাপতি পদে ১জন মনোনয়ন ফরম ক্রয় করেছেন বলে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ নাসির প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
আব্দুস সাত্তার-ডাবলু পরিষদে ১৩জন প্রার্থী ও বিনয় পোদ্দার- রাকিব হাসান পরিষদে ১৩জন প্রার্থী ও সভাপতি পদে রিয়াদ রহমান ও সহ সভাপতি করিম মুন্সি মনোনয়নপত্র ক্রয় করেন।
আগামী ২২ জুন ২০২৪ইং তারিখে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
Leave a Reply