নজরুল ইসলাম,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদের নেতৃত্বাধীন কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায়
বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের আগামী ৭ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ ২০১৮ সালের ৭ মে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আহসান হাবিব খোকা সভাপতি ও আব্দুল্লাহ বিন আহম্মেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর ২৭ নভেম্বর ২০১৯ তারিখে ২১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটিকে এক বছর দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।
Leave a Reply