সবুজ এইচ সরকারঃ সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগষ্ট) সকাল ৮ টার দিকে উত্তর বঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল রোড গোলচত্বর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথ সভায় অংশগ্রহণ করেন সিরাজগঞ্জ সহ পার্শ্ববর্তী জেলার সকল নেতা কর্মীরা। দীর্ঘ ২০ বছর পর একই এলাকায় পথসভায় দেখা গেছে লাখো জন উচ্ছ্বাসের ভিড়। এছাড়াও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খাঁন। তিনি বলেন, আমরা হাতে হাত রেখে থেকে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। কোনো দুর্বলের ওপর জালিমের অত্যাচার সহ্য করতে দেওয়া হবে না। দুর্নীতিবাজদের সমাজের সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করতে দেওয়া হবে না। কোর্ট, কাচারি ও আদালতকে দলীয় কার্যালয় করতে দেওয়া হবে না।তিনি আরও বলেন,আমরা কোনো বক্তব্য দিতে আসিনি।এসেছি আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়াতে। সংগঠনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রেখে বন্যা দুর্গতদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা শাহীনুর আলম, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ, ছাত্র শিবির প্রমুখ।
Leave a Reply