আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ কায়সার আহমেদ (লিটন) ও সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এডভোকেট মাসুদুর রহমান মাসুদ নির্বাচিত হয়।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) সকালে বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত করেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন।
এর আগে, বুধবার ৩১ জানুয়ারি-২০২৪ খ্রীঃ রাতে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়। আওয়ামীলীগ পন্থী পরিষদ থেকে সভাপতি সহ মোট ০৯টি পদে জয় লাভ করেছে। অপরদিকে, বাকি ৮টি পদে জয় লাভ করেছে বিএনপি পন্থী আইনজীবী পরিষদ। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন এ তথ্য নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ১৭টি পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৩৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্যারা সহসভাপতি অ্যাডঃ লুৎফর রহমান ও অ্যাডঃ মেঃ আলিমুল হক, সহ-সাধারণ সম্পাদক অ্যাডঃ নাদিম ইবনে মোস্তফা, গ্রন্থাগার সম্পাদক অ্যাডঃ আসিফ আজাদ রাতুল, সহকারী গ্রন্থাগার সম্পাদক অ্যাডঃ মোছাঃ খাতুনে জান্নাত বন্যা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডঃ মোঃ মুজাহিদ বিন রহমান মিঠুন, কোষাধ্যক্ষ সম্পাদক অ্যাডঃ ওয়ালী উল্লাহ, হিসাব নিরীক্ষক অ্যাডঃ গোলাপ হোসেন, সহকারী হিসাব নিরক্ষক অ্যাডঃ সাইফুল্লাহ তাড়াশী, নির্বাহী সদস্য অ্যাডঃ আমান উল্লাহ মন্ডল, অ্যাডঃ হেদায়েতুল ইসলাম, অ্যাডঃ রফিকুল ইসলাম সেলিম অ্যাডঃ এ.কে.এম হাসান ফারুক রুমি,অ্যাডঃ এনামুল করিম শাহিন এবং অ্যাডভোকেট রেজাউল বারী রন্টু।
Leave a Reply