শাহরিয়ার মোরশেদ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলায় ফেব্রয়ারি মাসের শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বিপিএম ।
বুধবার (১৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ লাইন শহীদ মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ড্রিল সেডে আনুষ্ঠানিক ভাবে ফেব্রয়ারী মাসের কল্যান সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে শ্রেষ্ঠ অফিসার হিসেবে গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই নাজমুল হককে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জের সম্মানিত পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল বিপিএম (বার)পিপিএম ।
এসময় সকল সার্কেল ও সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের ডিবি এসআই নাজমুল হক জানান, গত ফেব্রুয়ারিতে -২০২৩ ইং মাসে বিভিন্ন মামলার সঠিকভাবে তদন্ত ও মাদক উদ্ধার করার জন্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই সম্মাননা দেয়া হয়েছে। ইতি পূর্বেও একাধিকবার জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছি। এই সম্মাননা পুলিশ প্রশাসনকে আরো উৎসাহিত করবে বলে আমি মনে করি।
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) এর নিকট হতে সিরাজগঞ্জ জেলার মাদকদ্রব্য উদ্ধার’সহ আসামী গ্রেফতারকারী অফিসার ও সহযোগী অফিসার হিসেবে এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক বিপিএম ও এএসআই(নিঃ)/মোঃ সাকাউল ইসলামদ্বয়’কে ফেব্রুয়ারী/২০২৩ মাসের সম্মাননা স্মারক গ্রহন করায় জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
।
Leave a Reply