আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ বুধবার সিরাজগঞ্জ জেলার ট্রাক টার্মিনাল নির্মাণের উদ্যোগ গ্রহন করা হয় পৌরএলার মিরপুর এলাকায় পরিদর্শন করা হয়।
সিরাজগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় টার্মিনাল নির্মাণের জায়গা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইমরান হোসেন, সিরাজগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি)এস.এম.রকিবুল হাসান, সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা তিনি বলেন, নির্দিষ্ট কোনো ট্রাক টার্মিনাল না থাকায় সড়কের দুই পাশে এলোমেলো ভাবে পার্কিং করা হয় শতশত পণ্যবাহী ট্রাক। এছাড়া পৌর শহরের যেখানে সেখানে ট্রাক পার্কিংয়ের ফলে গোটা শহর এলাকাই ট্রাক টার্মিনালে পরিণত হয়েছে।
এই ভোগান্তি দুর করতে স্থায়ী টার্মিনাল করা হবে ।
সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপ এর সভাপতি হাজী মোঃ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ডাবলু সহ অন্যান্য নেতৃবৃন্দরা এবং সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ আসলাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নামদার হোসেন, পৌরকাউন্সিলর রোমনা রেশমা, আরজু সহ ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং সিরাজগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক গ্রুপ এর অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply