নিজস্ব প্রতিবেদক : দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জ ও কুমিল্লায় ১৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এদের মধ্যে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় দুর্বৃত্তদের হামলায় ১৩ পুলিশ এবং কুমিল্লা জেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক সদস্য নিহত হয়েছেন।
পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৃত্যুর খবর নিশ্চিত করেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে ৩০০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন।দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি থানা ও সরকারি প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনাও ঘটেছে।
অন্যদিকে, প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ছাত্র-জনতাসহ বিএনপি-জামায়াতের একটি মিছিল বের করে।
তারা মিছিল নিয়ে এনায়েতপুর থানার দক্ষিণ এলাকা থেকে থানার দিকে আসতে থাকে। মিছিলটি থানার সামনে আসলে পুলিশ সদস্যরা বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে মিছিলকারীরা বেশ কয়েকজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে এবং থানায় আগুন ধরিয়ে দেয়। বর্তমানে থানার ভিতরেই লাশ রয়েছে বলে জানা গেছে ।
Leave a Reply