এনামুল হক, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি- বার্ষিক নির্বাচনে গোলাম মোস্তফা- তফিজের পূর্ন প্যানেলে বিজয়ী হয়েছে।
শনিবার (৯ মার্চ ২০২৪ইং), বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার নিজস্ব কার্যালয়ে শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়েছে। ভোট গননা শেষে ফলাফল দেওয়া হয়েছে। ১০ মার্চ নব নির্বাচিতদের শপথ গ্রহন করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলার অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতির ৬২৮ জন ভোটারের মধ্য ৪৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটারের ৬৯.৯ শতাংশ ভোট সংগ্রহ হয়।
চেয়ারম্যান পদে প্রফেসর মো: গোলাম মোস্তফা ও সাধারন সম্পাদক পদে তফিজ উদ্দিন এর প্যানেলে ১৬ জন প্রার্থী ও চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক পদে গোলাম রব্বানী তালুকদার এর প্যানেলে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে প্রফেসর মো: গোলাম মোস্তফা ও সাধারন সম্পাদক পদে তফিজ উদ্দিন এর প্যানেলে পূর্ন প্যানের ১৭ জন প্রার্থী বিজয় লাভ করে। তবে যুগ্ম কোষাধ্যাক্ষ পদে আনসানরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে প্রফেসর মো: গোলাম মোস্তফা ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুর রাজ্জাক ৮৬ ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে তফিজ উদ্দিন ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী গোলাম রব্বানী তালুকদার ৯২ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আব্দুল আজিজ মিয়া ২৯২ভোট, আবুল হোসেন ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আছির উদ্দিন ১০০ ভোট, রফিকুল ইসলাম ১১২ ভোট পেয়েছেন। যুগ্ম সাধারন সম্পাদক পদে আমিরুল ইসলাম ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আউয়াল তালুকদার ৯৬ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে আব্দুস সাত্তার ২৮৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ন্দ্বি প্রার্থী আব্দুল মজিদ ১০১ ভোট পেয়েছেন।যুগ্ম কোষাধ্যাক্ষ পদে আনসানরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে হাফিজুল রহমান ৩০৫, আব্দুল মজিদ ৩০২, মতিয়ার রহমান ২৯৬, জিয়াউল হক ৩০৪, আব্দুল হাই খান ২৯৯, আব্দুল আজিজ মিয়া ৩০০, নুর মোহাম্মদ ৩০৫, আনোয়ার হোসেন ২৯৪, শাহজাহান আলী ২৮৭ ও লায়লা আরজুমান বানু ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী তোফাজ্জল হোসেন সরকার ৯১, ইসমাইল হোসেন ৯০, আব্দুল আজিজ ৯৪, সেরাজুল হক ৮৬, আলী আকবর সরকার ৯৫, শুকুর মাহমুদ ৮৯, আহসানুল হক ৮৯, আকবর হোসেন ৯৩, আব্দুর রাজ্জাক ১০০ ও হারুন অর রশিদ ৯১ ভোট পেয়েছেন।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এসএম মনোয়ার হোসেন বলেন, সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সুষ্ঠুভাবে ভোট গ্রহন করা হয়। কোন প্রকার অপ্রতিকর ঘটনা ঘটেনি। ফলাফলও দেওয়া হয়েছে।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার রিটার্নিং অফিসার মো: আব্বাছ আলী খান বলেন, নির্বাচনে সার্বিক সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানান।
Leave a Reply