আলী আশরাফ,সিরাজগঞ্জ : বয়স ৬০ উর্দ্ধ। অভাব অনটনে এখন পর্যন্ত একটি রিক্সা’র মালিক হয়নি অন্যের রিক্সা ভাড়া নিয়ে পা দিয়ে প্যাডেল মেরে রিক্সা চালিয়ে জীবনযাপন করছে এমন ৪জন বৃদ্ধ রিক্সাচালককে খুজে বের ৪টি ব্যাটারী চালিত রিক্সা প্রদান করলেন হাজী আব্দুস সাত্তার।
(২৬ আগষ্ট ২০২৩ইং), শনিবার দুপুর ১২টার দিকে সিরাজঞ্জের পৌর এলাকার ধানবান্ধি মতি সাহেবের ঘাটে ৪জন বৃদ্ধ রিক্সাচালককে ব্যাটারী চালিত রিক্সার হাতে চাবি বুঝিয়ে দিয়ে রিক্সা হাতে তুলে দেন।
তথ্যানুসন্ধ্যানে জানা যায়, ২৫ আগষ্ট সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী নিজ বাসভবনে থেকে শহরের দিকে রিক্সাযোগে যাচ্ছিলেন। কিছুক্ষণ যাওয়ার পর রিক্সাচালক সোবাহান অস্থিরতা বোধ করছেন। অস্থিরতা দেখে হাজী আব্দুস সাত্তার রিক্সাচালককে বলেন, কেন অস্থির হয়ে যাচ্ছেন? তখন রিক্সা চালক সোবাহান বলেন, আমার নিজের রিক্সা নেই, আমি পরের রিক্সা ভাড়া নিয়ে পা দিয়ে প্যাডেল মেরে রিক্সা চালায়। বৃদ্ধ বয়স এখন আর আগের মত পা দিয়ে রিক্সা চালাতে পারি না। তাই হাফসে যাচ্ছি। হাজী আব্দুস তাৎক্ষণিক রিক্সাচালককে রিক্সার শো রুম গিয়ে রিক্সা ক্রয় করে নিয়ে আসেন।
পা দিয়ে প্যাডেল মেরে রিক্সা চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে এমন আরোও ৩জন বৃদ্ধ রিক্সাচালককে খুজে বের ৪টি রিক্সা হাতে তুলে দেন। ধানবান্ধি গাবতলার মৃত মক্কেল মন্ডলের পুত্র সোবাহান (৬০), বিএল স্কুল রোডের মৃত আব্দুল সেখ এর পুত্র নুর ইসলাম (৬৭), ডুবাপাড়ার মৃত মফিজ উদ্দিন এর পুত্র আবু বক্কার (৬৫) ও জেসি রোডের মৃত কুরমান আলীর পুত্র মোকাদ্দেস (৬৮ কে ব্যাটারী চালিত রিক্সা পেয়ে পরিবার নিয়ে সুখি জীবন যাপন করবে বলে খুশিতে কেঁদে দেন।
ব্যাটারী চালিত রিক্সা প্রদানকালে সরকারি হাজী কোরাপ আলী মেমোরিয়াল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মকতেল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার বলেন, সম্পদ নিয়ে কেউ কবরে যাবে। সম্পদ পৃথিবীতে রেখে চলে যেতে হবে। আমাদের আশেপাশের দু:স্থ্যদের সাহায্যে এগিয়ে আসতে হবে। দু:স্থ্যদের পাশে বিত্তবানদের এগিয়ে আশার আহবান জানান তিনি।
Leave a Reply