এস এম আক্কাস আলী(আকাশ), সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে ফেসবুক বন্ধুদের অর্থায়নে “মানব সেবায় স্বপ্ন গ্রুপের” সার্বিক সহযোগিতায় একঝাঁক প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে দিনভর নানা আয়োজনে উদযাপন করা হয়।
শনিবার (২২জুলাই) সকাল থেকে শেখ রাসেল পৌর পার্ক এলাকায় মানব সেবায় স্বপ্ন গ্রুপের পক্ষ থেকে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের রাজিবপুুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের একঝাঁক কোমলমতি ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাঝে উন্নতমানের খাবার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক কাউন্সিলর ও সমাজসেবক আলহাজ্ব হাজী আব্দুস সাত্তার, পৌর কাউন্সিলর হোসেন আলী, মানব সেবায় স্বপ্ন গ্রুপের সদস্য মো: আখতারুজ্জামান, ডা. ইসমাইল হোসেন,আব্দুল আলিম,শেখ ইউসুফ, ইমরান হাসান ইমু, সজিব, আমিনুল ইসলাম, হাবিল, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ প্রমুখ।
মানব সেবায় স্বপ্ন গ্রুপের প্রতিষ্ঠাতা ও মানবতার ফেরিওয়ালার নামে খ্যাত ডিএসবি পুলিশ সদস্য শামীম রেজা বলেন, আজ রাজিবপুুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের একঝাঁক কোমলমতি ছাত্রছাত্রী ও অভিভাবকদের সাথে দিনভর বিনোদনের আয়োজন করা হয়েছে।
ফেসবুক বন্ধুদের অর্থায়নে দুপুরে ছাত্রছাত্রীসহ অভিভাবকদের মাঝে খাবার বিতরণ করা হয়। আমাদের সম্মানিত সদস্যদের সার্বিক সহযোগিতায় সমাজের অবহেলিত মানুষের পাশে যেন দাঁড়াতে পারি এবং মানুষ মানুষের জন্য এই শব্দ আমি আপনি সবাই যেন মনে প্রাণে ধারন করে চলতে পারি। এছাড়া সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে সাধ্যমতো সেবাই করাই হলো এই “মানব সেবায় স্বপ্ন গ্রুপের” মূল লক্ষ্য।
Leave a Reply