নিজস্ব প্রতিবেদকঃ “২২০(দুইশত বিশ) বোতল ফেন্সিডিলসহ জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ কর্তৃক ০১ মাদক কারবারি আটক করা হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ ২০২৪ খ্রি.) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম(বার), পিপিএম।
জানা যায় সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) এর তথ্য ও দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম(বার), পিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট ডিউটি করাকালে ২৯/০৩/২০২৪ খ্রিঃ রাত্রী ০২.০০ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ থানাধীন পৌরসভাস্থ রহমতগঞ্জ কবরস্থান সংলগ্ন ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা এর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে রংপুর হইতে ঢাকাগামী MAA NADIA নামক বাস তল্লাশী চালাইয়া ধৃত আসামী মোঃ ফজলুল হক(৩৬), পিতা-মোঃ আব্বাস আলী, মাতা-মোছাঃ ফাতেমা বেগম, সাং-চর বারুহটারী, থানা-ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম এর হেফাজত হইতে ২২০(দুইশত বিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর পিসি/পিআরঃ ধৃত আসামী মোঃ ফজলুল হক(৩৬) এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply