নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দোকান কর্মচারীকে অপহরণের পর হত্যা ও অর্থ লুটের অপরাধে চারজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহম্মেদ এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার সাইফুল ইসলামের ছেলে ইসমাইল, ফরহাদ শেখের ছেলে রবিন, ফরিদ শেখের ছেলে নাহিদ ও আলম শেখের ছেলে আব্দুল মমিন। দণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. মনোয়ার হোসেন বলেন, চাঞ্চল্যকর এই হত্যা মামলাটির দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণার দিন নির্ধারণ ছিল। এ সময় একজন আসামি আদালতে হাজির থাকলেও চারজন উপস্থিত হননি। পরে আদালত মামলায় চারজনের আমৃত্যু কারাদণ্ড ও একজনকে খালাস দিয়ে রায় প্রদান করেন।
তিনি আরও বলেন, যিনি আদালতে উপস্থিত ছিলেন তিনি বিচারে মামলা থেকে খালাস পেয়েছেন। আর বাকি চারজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদেরকে পলাতক দেখিয়েই রায় প্রদান করেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম শেখ দোকানের বকেয়া টাকা উত্তোলনের জন্য জেলার উল্লাপাড়ায় যান। পরে রাত ১০টা পর্যন্ত তার সঙ্গে দোকান মালিক ও পরিবারের যোগাযোগ হলেও এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন উল্লাপাড়া উপজেলার বরহর দক্ষিণপাড়া থেকে শামিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। মামলায় মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত। এর আগে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সাজাপ্রাপ্তরা।
Leave a Reply