নজরুল ইসলাম,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আলোচনা সভা ও বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৬ অক্টোবর ২০২৩) সকালে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের আয়োজনে কলেজ ও হাসপাতাল চত্বরে স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বনার্ঢ্য র্যালী শেষে শহীদ এম মনসুর আলী মেডিকেল হাসপাতাল কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতি বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক (সার্জারী) ডাঃ মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিরাজগঞ্জ-২( সদর ও কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
প্রধান অতিথি তিনি তার বক্তব্য বলেন, স্তন ক্যান্সারের নিবিড় সচেতনতামূলক উপদেশ, স্ক্রিনিং নিশ্চিত করা ও পরিপূর্ণ চিকিৎসা গ্রহণের জন্য পরামর্শ প্রদান করেন এবং রোগীদের পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের নীতিনির্ধারক এবং বেসরকারী প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান। বাংলাদেশসহ সারা বিশ্বে নারীদেহে ঘটিত ক্যান্সার সমূহের মধ্যে স্তন ক্যান্সার প্রথম ও প্রধান। ৪০ উর্দ্ধে মহিলাদের প্রতিবছর অন্তত একবার ম্যামোগ্রাম এবং প্রতিমাসে নিজের স্তন নিজেই পরীক্ষার মাধ্যমে স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে সনাক্তকরন সম্ভব। প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান সম্ভব হলে অনেকাংশে এ রোগ নিরাময় সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কৃষ্ণ কুমার পাল। আরো উপস্থিত ছিলেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আমিরুল হোসেন চৌধুরী।
এছাড়া মূল বক্তব্য উপস্থাপনায় ছিলেন, এমডি (ক্লিনিক্যাল অনকোলোজি) রেসিডেন্ট ফিজিশিয়ান এবং ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মাহবুবা আক্তার তানিয়াসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তার, ইন্টার্নি ছাত্রছাত্রী ও ওষুধ কোম্পানী বিভিন্ন প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এ সময় ক্যান্সার জয়ী ৩ রোগীকে মগ দিয়ে পুরস্কৃত করা হয়।
Leave a Reply