নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জে সোনালী ব্যাংক কোর্ট ভবন শাখা নব নির্মিত এটি এম বুথের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৭ আগস্ট ২০২৩) সকালে সোনালী ব্যাংক পিএলসি. সিরাজগঞ্জ কোর্টভবন শাখা অফিসার্স ক্লাবের পাশে সোনালী ব্যাংক পিএলসি. সিরাজগঞ্জ কোর্টভবন শাখা নবনির্মিত এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি. প্রিন্সিপাল অফিস, সিরাজগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জিত কুমার বনিক এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি সোনালী ব্যাংক পিএলসি. জেনারল ম্যানেজার’স অফিস বগুড়ার জেনারেল ম্যানেজার মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সিরাজগঞ্জ মো. রায়হান কবীর। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ ( ডিএসবি) শামসুল আজম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি. প্রিন্সিপাল অফিস সিরাজগঞ্জের এজিএম উদয় কুমার দত্ত, সোনালী ব্যাংক পিএলসি. সিরাজগঞ্জ শাখার এজিএম (ম্যানেজার) মো. সাজেদুল কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সোনালী ব্যাংক পিএলসি. সিরাজগঞ্জ কোর্টভবন শাখা, সিরাজগঞ্জের ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মামুদ।
পরে অনুষ্ঠানে আগত উপস্থিত সকল অতিথিদের নিয়ে এটিএম বুথের শুভ উদ্ভোধন করা হয়।
উল্লেখ,সারা বাংলাদেশে সোনালী ব্যাংকের ১২২৯টি শাখা রয়েছে এবং সারা বাংলাদেশে ২৫৭ টি বুথ রয়েছে।
Leave a Reply