আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপ প্রতি বৎসরের ন্যায় এবারও অস্বচ্ছল মানুষদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল-২০২৩) সকাল সাড়ে ৮ টায় সিরাজগঞ্জ শহরের ঐতিহ্য বাহী বিদ্যাপীঠ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ হতে আমেরিকা প্রবাসী দুই জন বাংলাদেশী কৃতি সন্তানের আর্থিক সহযোগিতায় ১২০টি গরীব অসহায় ও দুস্থ পরিবারের মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময়ে সেবা মুক্ত স্কাউট গ্রপের সভাপতি পি আর এস ও এক্সিম বাংকের শাখা ব্যবস্থাপক এম এম কামরুল হাসান (পিআরএস) এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা’র সহকারী পরিচালক মোহাম্মদ আবু সাঈদ, সেবা মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শামীম , আর. এস. এল অধ্যাপক মোঃ আসলাম হোসেন (আরএসএল), সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল, গার্লস ইন রোভার শাখার মনিরা সুলতানাসহ সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের (ষ্টেশন অফিসার) মোঃ আতাউর রহমান, সেবা মুক্ত স্কাউট গ্রুপের সহকারী ইউনিট লিডার মোঃ হাফিজুর রহমান, সেবা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোঃ আশিকুর রহমান, ( আশিক) রোভার মেট মোঃ নাজমুল হোসাইন, রোভার মেট মোঃ পারভেজ সরকার মোঃ সিফাত হোসেন, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ রাজু সেখ, মোঃ শামস ইবনে মহসিন প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জ বিভিন্ন সময় বন্যার্তদের মাঝে খাবার সামগ্রী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ এবং বিনামূল্য চক্ষু ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানী অপারেশন ও বিনামূল্য চশমা বিতরণ করাসহ সমাজ সেবা মুলক কাজে অংশগ্রহণ করে থাকে।
Leave a Reply